শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪

স্বপ্নময়তা- রোকসানা লেইস

Home Page » সাহিত্য » স্বপ্নময়তা- রোকসানা লেইস
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪



216341_10150227330242754_607089_n.jpgস্বপ্নময়তা

আমার ভালোলাগার রঙিন ঘুড়ি,

আকাশের হাতছানীতে উড়ে যায়-

বিবস শরীর;

অন্ধকারের অজানা সুরের সীমানায় হারায়।

তুমি বলেছিলে আমিও বলেছিলাম-

আমাদের ধ্রুপদি অলংকরণ কত্থকের ছন্দে

মেলেছিল ডালপালা।

অথৈই জলের গভীর বা বায়ুমন্ডলের বিশালতা

হারাতে পারেনি আমাদের কালকেতুর অশনী।

ঘন জঙ্গেলের নিবিড় ছায়ায় হয়েছি আলোকিত

চন্দ্র সূর্যের সোনালি রূপালী রশ্মি জড়িয়ে,

মগ্ন হৃদয় ডুবেছিল ভালোবাসায়।

তুমি বলে ছিলে আমিও বলেছিলাম-

অঙ্গিকারে বেধেঁছিলাম হৃদয়,

চড়াই উতরাই যত ঝঞ্জা দু হাতে ঠেলেছি দূরে-

কেন তবে আজ একলা এই স্বপ্নের পথ চলা

ভেসে যাওয়া সমুদ্রের দুই পারে?

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৪৬   ৪০২ বার পঠিত