শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪
ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশ
Home Page » শিক্ষাঙ্গন » ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশবঙ্গ-নিউজ ডট কম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।শুক্রবার দুপুর ১২টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
ভর্তি পরীক্ষায় পাসের হার ২১ দশমিক ৫০ শতাংশ। এবারের পরীক্ষায় ৭৮ হাজার ২৯৩ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ হাজার ৮৪০ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ভর্তি পরীক্ষার ফলাফল জানতে আবেদনকারীকে যে কোনো মোবাইল অপারেটর থেকে DU <space> KA <space> Roll no. টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস’র মাধ্যমে ফলাফল জানা যাবে।
গত ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২:৫৭:৩১ ৪০৫ বার পঠিত