বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪
পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি বিরোধী: পুতিন
Home Page » বিশ্ব » পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি বিরোধী: পুতিনবঙ্গনিউজ-রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের ওপর মার্কিন নেতৃত্বাধীন যে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা সম্পূর্ণভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিটিও’র নীতিমালা বিরোধী।এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকাকে নিন্দা জানান। রুশ সরকারের একটি বৈঠকে তিনি আজ (বৃহস্পতিবার) এ মন্তব্য করেন। পুতিনের এ বক্তব্য রুশ টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
পুতিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা নিতান্তই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে; ডাব্লিউটিও’র মৌলিক নীতিমালা মেনে নয়।
রুশ প্রেসিডেন্ট বলেন, ডাব্লিউটিও’র নীতিমালায় বলা হয়েছে, সদস্য দেশগুলো সবাই সমানভাবে বাজারে প্রবেশাধিকার পাবে কিন্তু নিষেধাজ্ঞার মাধ্যমে তা লঙ্ঘন করা হয়েছে। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মস্কোও পাল্টা ব্যবস্থা হিসেবে এসব দেশের ওপর সীমিত পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করে।#
বাংলাদেশ সময়: ২১:০৫:২৬ ৩৮৪ বার পঠিত