বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪

মার্কিন কংগ্রেসে ওবামার সিরিয়া পরিকল্পনা পাস

Home Page » প্রথমপাতা » মার্কিন কংগ্রেসে ওবামার সিরিয়া পরিকল্পনা পাস
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪



8keob58f.jpgবঙ্গ-নিউজ ডট কম: সিরিয়ার জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের বিরুদ্ধে নেয়া প্রেসিডেন্ট বারাক ওবামার এক পরিকল্পনা অনুমোদন করেছে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ। ওই পরিকল্পনায় সিরিয়ার মধ্যপন্থি বিদ্রোহীদের সামরিক প্রশিক্ষণ এবং অস্ত্র দেয়ার কথা রয়েছে।

বুধবার মার্কিন কংগ্রেসে ওই প্রস্তাবটি ২৭৩ ভোটে পাস হয়। এর বিপক্ষে ১৫৬ ভোট পড়েছে। প্রস্তাবের পক্ষে ১৫৯ জন রিপাবলিকান এবং ১১৪ জন ডেমোক্রেটিক সদস্য ভোট দেন। অন্যদিকে এর বিপক্ষে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে ৭১ জন রিপাবলিকান এবং ৮৫ জন ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের সদস্য।

হাউস অব রেপ্রেজেন্টেটিভে পাস হওয়ার পর বিলটি অনুমোদনের জন্য বৃহস্পতিবার সকালে মার্কিন সিনেটে পাঠানোর কথা রয়েছে। সিনেট সদস্যরা এটি অনুমোদন করার পর এটি প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট এতে সই করার পর এটি আইনে হিসেবে কার্যকর হবে।

তবে এই পরিকল্পনা পাস হওয়ার আগে ওবামা ফের ঘোষণা করেছেন যে, মার্কিন বাহিনী ইরাকে কোনো স্থল অভিযানে অংশ নেবে না। তারা কেবল বিমান হামলা চালাবে। মার্কিন বাহিনী ইতিমধ্যে ইরাকের উত্তরাঞ্চলে আইএসর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে। আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত দেশটিতে ১৭৪টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।বুধবার মার্কিন হাউসে ওবামার পরিকল্পনা পাস হওয়ার পর এবার সিরিয়ায় আইএস যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালাতে পারবে মার্কিন বাহিনী।

সম্প্রতি ইরাক ও সিরিয়ার এক বৃহৎ অংশ দখল করে নেয়ার পর খিলাফত ঘোষণা করেছে ওই জিহাদি গোষ্ঠীটি।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৫৬   ৩৭০ বার পঠিত