বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪

এয়ারটেলে বিনামূল্যে হোয়াটস অ্যাপ

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » এয়ারটেলে বিনামূল্যে হোয়াটস অ্যাপ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪



2hw69250-e1410970120811.jpgবঙ্গ-নিউজ ডট কম: এয়ারটেল ইন্টারনেট গ্রাহকদের জন্য ফ্রি হোয়াটস অ্যাপ সার্ভিস চালু করেছে।

এয়ারটেলের গ্রাহকরা কোন ডেটা চার্জ ছাড়াই হোয়াটস অ্যাপ এপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবেন।

বর্তমান ডেটা প্যাক ব্যবহারকারীরা তাদের বিদ্যমান ডেটা প্যাকের কিছুই খরচ না করে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন। হোয়াটস অ্যাপে ব্যবহারকারীরা বিনামূল্যে চ্যাটিং, ছবি এবং ভিডিও আদান প্রদান করতে পারবেন।

হোয়াটস অ্যাপ এর মাধ্যমে শেয়ারকৃত কোন লিঙ্ক/ সাইট এ কানেক্ট করার ক্ষেত্রে গ্রাহকের অন্যান্য ডেটা সার্ভিস প্যাকেজ থেকে ডেটা চার্জ কেটে নেয়া হবে। কিংবা পে এজ ইউ গো গ্রাহকদের ক্ষেত্রে এই চার্জ তাদের প্রধান অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

তবে হোয়াটস অ্যাপ ডাউনলোড করার জন্য চার্জ প্রযোজ্য। হোয়াটস অ্যাপ ডাউনলোড করা যাবে এই ঠিকানা www.whatsapp.com থেকে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৪   ৩৬২ বার পঠিত