বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪
সিরাজগঞ্জে শিবির-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া
Home Page » সংবাদ শিরোনাম » সিরাজগঞ্জে শিবির-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়াবঙ্গ-নিউজ ডট কম: সিরাজগঞ্জের বিভিন্নস্থানে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, রাবার বুলেট নিক্ষেপ ও দু্ইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ঘটনাগুলো ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোড পাঁচ রাস্তা মোড় এলাকায় শিবির একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রায় ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে, সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার ছোনগাছা বাজারে জামায়াত-শিবির পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
অন্যদিকে, উল্লাপাড়ায় মহাসড়কে পিকেটিং করার অভিযোগে ২ জনকে আটক করে পুলিশ।
এছাড়া জেলার অন্যান্য স্থান থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালে শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বা দূরপাল্লা রুটের কোনো বাস ছেড়ে যায়নি। শহরে রিকশা, অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল ছিল খুবই কম।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৩৫ ৩৩৪ বার পঠিত