বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪

হরতালের সমর্থনে রাজধানীতে শিবিরের মিছিল

Home Page » জাতীয় » হরতালের সমর্থনে রাজধানীতে শিবিরের মিছিল
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪



71865_shibir-misil.gifবঙ্গনিউজ-জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা সকাল ৭টায় রাজধানীর বৌদ্ধমন্দির এলাকায় মিছিল করে।

ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও ঢাকা মহানগরী পূর্ব শিবির সেক্রেটারি এম শামী মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অর্থসম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের, শিক্ষা সম্পাদক বাহারুল ইসলাম, স্কুল সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ।

মিছিল শেষে শিবিরকর্মীরা রস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। এ সময় তারা মাওলানা সাঈদীর মুক্তি দাবি করে।

বাংলাদেশ সময়: ৯:৫৯:৫২   ৩৩৪ বার পঠিত