বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪

যে বাধাই আসুক মোকাবিলা করে এগিয়ে যাবো : প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » যে বাধাই আসুক মোকাবিলা করে এগিয়ে যাবো : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪



2721_51850.jpgবঙ্গ-নিউজ ডট কম: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে আমার ওপর অনেক আঘাত এসেছে। কিন্তু আমি তা নিয়ে চিন্তিত নই। পথ চলতে গেলে আঘাত-প্রতিঘাত আসবেই; পথ চলতে গেলে বাধা আসবেই। পথ চলতে গিয়ে যে বাধাই আসুক তা মোকাবিলা করে আমি সামনের দিকে এগিয়ে যাবো। আমি অন্য কারো কাছে মাথা নত করিনা; শুধু মাথা নত করি আল্লাহর দরবারে।

বুধবার জাতীয় সংসদের বৈঠকে সন্ধ্যা সাতটা ২০ মিনিটে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বেগম ফজিলাতুন্নেছা বাপ্পীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ মাটিতে আমার পিতা-মাতা, তিন ভাইসহ আমার গোটা পরিবারকে হত্যা করা হয়েছে। পাঁচবার আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। আমি সব হারিয়েছি। আমার লক্ষ্য একটাই বাঙালি জাতি বিশ্ব দরবারে সম্মান পাবে; ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠিত হবে। বিশ্ব দরবারে মাথা উচু করে চলবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের দুভার্গ্য হলো বারবার তাদের ওপর আঘাত এসেছিল। কিন্তু এ জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারেনি। আমরা সব সময় চেষ্টা করেছি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়ার। সংবিধানকে সমুন্নত করার। ভবিষ্যতেও সে চেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৯:২২:০৮   ৩৭১ বার পঠিত