বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪

সিরিয়ায় হামলায় নিহত ৫০

Home Page » বিশ্ব » সিরিয়ায় হামলায় নিহত ৫০
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪



192.jpgবঙ্গ-নিউজ ডট কম: সিরিয়ার হোমস শহরে সরকারি বাহিনীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। বুধবার হোমস শহরের উত্তর অংশে তেলবিশেহ নামক এলাকায় সরকারি বাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে সাধারণ নারী-পুরুষ ও শিশুর পাশাপাশি বিদ্রোহীরাও রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। কারণ আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক।

গত মে মাস পর্যন্ত হোমস শহরের দখল নিজেদের কাছে রাখতে সক্ষম হয়েছিলি বিদ্রোহীরা। কিন্তু আসাদ অনুগত বাহিনীর ক্রমাগত হামলায় শেষ পর্যন্ত তারা শহরটি ছেড়ে অন্য এলাকায় চলে যায়।

গত তিন বছর ধরে চলা আসাদ বিরোধী আন্দোলনে নিহত হয়েছে প্রায় দুই লাখ মানুষ। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তুর জীবন কাটাচ্ছে প্রায় ১০ লাখেরও বেশি মানুষ। ২০১১ সালে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে সরকারি বাহিনী হামলা চালালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়।

বাংলাদেশ সময়: ৮:৫৯:০৪   ৪০১ বার পঠিত