বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪

হরতাল প্রত্যাহারের আহ্বান

Home Page » অর্থ ও বানিজ্য » হরতাল প্রত্যাহারের আহ্বান
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪



07vjnfie-e1405869975599.jpgবঙ্গ-নিউজ ডট কম: হরতালে বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলবে দাবি করে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বুধবার সংগঠনটি এক বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানায়। হরতাল সাধারণ মানুষের জানমাল এবং অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।

এফবিসিসিআই জানায়, নতুন বিনিয়োগে আগ্রহী করে তুলতে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ‘ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৪’ আয়োজন করেছে। এ ফোরামে বিভিন্ন দেশের বিনিয়োগকারী অংশগ্রহন করছে। অপরদিকে দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে।

এ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ মুহুর্তের হরতাল বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে বলে মনে করছেন এফবিসিসিআই।

উল্লেখ, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের দেয়া আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার ও রোববার হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৩১   ৩৯০ বার পঠিত