বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪
সংসদে শব্দ বিভ্রাট, বিব্রত প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » সংসদে শব্দ বিভ্রাট, বিব্রত প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজ ডট কম: জাতীয় সংসদে ষোড়শ সংবিধান সংশোধন বিল নিয়ে আলোচনা চলাকালে শব্দ বিভ্রাটের ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বক্তব্য প্রদানের সময় বিকট শব্দ হতে থাকে।
এ সময় স্পিকারের নিরাপত্তায় থাকা দায়িত্বরতরা দৌড়াঝাঁপ শুরু করেন। সংসদ নেতা প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যরা এতে বিব্রত হন।
রাত ৮টা ২৮ মিনিট থেকে এই শব্দ বিভ্রাট শুরু হয়। প্রায় ৬ মিনিট চলে এই শব্দ বিভ্রাট।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত নাড়িয়ে স্পিকারের কাছে জানতে চান কী সমস্যা। সংসদে উপস্থিত সবাই বিব্রত বোধ করেন। একে অপরের দিকে তাকিয়ে থাকেন। কিছুতেই এই শব্দ থামানো যাচ্ছিল না। উপায় না দেখে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এরশাদকে বলেন, আপনি মাইক ছাড়াই বক্তব্য শুরু করেন।
পরবর্তীতে বিকল্প ব্যবস্থায় বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
বাংলাদেশ সময়: ২১:৪৭:০২ ৩৫২ বার পঠিত