বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪
রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আটক ১৭
Home Page » সংবাদ শিরোনাম » রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আটক ১৭বঙ্গ নিউজ ডট কম, রাজশাহী : রাজশাহীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণার পর নগরীর শালবাগান, বাটার মোড়, ডিঙ্গাডোবা, কাশিয়াডাঙ্গা ও কাটাখালি এলাকায় পৃথকভাবে এ সংঘর্ষ হয়। এ সময় শিবিরকর্মী সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্চ আদালতে সাঈদীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে এর প্রতিবাদে নগরীর শালবাগান এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতা-কর্মীরা।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুঁড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাল্টা ইট-পাটকেল ছুঁড়লে আরো কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মী সন্দেহে ১০ জনকে আটক করে।
রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিল শুরুর চেষ্টাকালে নগরীর শালবাগান এলাকা থেকে পুলিশের উপর হামলাকারী সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৪২:০৪ ৩৪৯ বার পঠিত