বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪

”সংবিধান সংশোধন জনগণের স্বার্থ বিরোধ ” -এমকে আনোয়ার

Home Page » জাতীয় » ”সংবিধান সংশোধন জনগণের স্বার্থ বিরোধ ” -এমকে আনোয়ার
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪



kv078rf0-e1410867303880.jpgনিউজ ডেস্ক, বঙ্গ-নিউজ ডট কম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, ‘সংবিধান সংশোধন জনগণের স্বার্থ বিরোধী। বিএনপির নেতৃত্বে জনগণের সরকার ক্ষমতায় এলে সংবিধানের ‌‌জনস্বার্থ বিরোধী অংশ ন্যাকড়ার মতো ছুঁড়ে ফেলা হবে।’

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা ও দিগন্ত টেলিভিশন: সাময়িক নিষেধাজ্ঞার ৫০০ দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এম কে আনোয়ার বলেন, ‘সরকার দেশে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা প্রথমে সংবিধানকে ছেঁড়া ন্যাকড়ার মতো ছুঁড়ে ফেলেছে। সংবিধানকে সরকার নিজেদের পছন্দ মতো কেটে-কুটে বাক্স বন্দি করেছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট গোষ্ঠী ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তারা প্রতারণা করে ভোটারবিহীন নির্বাচনে জোর করে ক্ষমতায় এসেছে। তাই তাদের দায়বদ্ধতা নেই।’

আনোয়ার আরো বলেন, ‘সনদ জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে সরকার। জালিয়াত সচিবদের বিচার করছেন না সরকার। কারণ তাদের দিয়ে তারা অন্যায় কাজ করিয়েছে। সচিবদের বিচার করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আওয়ামী লীগ সরকার অতীতে বাকশাল কায়েম করেছিল। জনগণ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল। এবারও তারা বাকশাল
কায়েমের দিকে যাচ্ছে। তারা একে একে দেশের স্বাধীন প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে। সরকার আইন বিভাগ, বিচার বিভাগ, সংবাদ মাধ্যমসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করছে।’

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন খালেদা জিয়ার ছক মোতাবেক হবে। এতে হতাশ হওয়ার কিছু নেই। খালেদা জিয়া স্বৈরাচারী আন্দোলনসহ অনেক আন্দোলনে সফল হয়েছেন। সেই অভিজ্ঞতায় এবারও তিনি সফল হবেন।’

দিগন্ত টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, কল্যানপার্টির চেয়ারম্যান মেজর (অব.)সৈয়দ মোহাম্মাদ ইব্রাহীম বীর প্রতীক, কলামিস্ট ফরহাদ মাযহার, পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফুরুল্লাহ, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২৩:০৭   ৩৩২ বার পঠিত