বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪
কামারুজ্জামানের আপিলের রায় যে কোনো দিন
Home Page » এক্সক্লুসিভ » কামারুজ্জামানের আপিলের রায় যে কোনো দিননিউজ ডেস্ক, বঙ্গ-নিউজ ডট কম: মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মামলায় আপিলের রায় যে কোনো দিন।
উভয়পক্ষের করা আপিল শুনানি শেষে যে কোনো দিন রায় দেয়া হবে মর্মে মামলাটি অপেক্ষমান রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।
বেঞ্চের অপর চার সদস্য হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এ মামলায় কামারুজ্জামানের বিরুদ্ধে আনিত সাতটি অভিযোগের মধ্যে বুধবার বাকি চারটি বিষয়ে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী এসএম শাহজাহান।
এ সময় তাকে সহযোগিতা করেন এডভোকেট শিশির মো. মুনির। রাষ্ট্রপক্ষে ছিলেন- এটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছরের ৬ জুন ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান। আপিলে ২৫৬৪টি মুল ডকুমেন্ট, ১২৪টি গ্রাউন্ডসহ সর্বমোট ১০৫ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেয়া হয়।
গত ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টিই সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এছাড়া বাকি দুটি অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তাকে খালাস দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬:১৫:৪৯ ৩৩৬ বার পঠিত