বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪

মর্যাদার লড়াইয়ে অডিটরদের মানববন্ধন

Home Page » জাতীয় » মর্যাদার লড়াইয়ে অডিটরদের মানববন্ধন
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪



muktobanicom1406090014.jpgনিউজ ডেস্ক, বঙ্গ-নিউজ ডট কম: বেতন স্কেল ৮ হাজার থেকে ১৬ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অডিট অ্যান্ড একাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত অডিটররা। সেই সঙ্গে অডিটরদের দ্বিতীয় শ্রেণীর গেজেটেড অফিসারের পদমর্যাদায় উন্নিত করার দাবিও জানান তারা।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বছর ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় অনুমোদিত আমাদের পদমর্যাদা উন্নিতকরণের তাগিদ দেয়া হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় এর পক্ষে সম্মতি প্রদানে গড়িমসি করছে। তার প্রতিবাদেই আমাদের এই অডিটর বন্ধন। আমরা মর্যাদার লড়াইয়ে আজ পথে নেমেছি। আমরা আশাকরি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের উদ্দেশে সারা দেশ থেকে আগত অডিটরসদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে বলে জানায় অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম শাহজালাল মিঞা।

অডিটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এ.কে.এম শাহজালাল মিঞার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মানিক গাজী, নির্বাহী সদস্য ইফতেখার রসুল, উম্মে হাবিবা কান্তা, আবু তাহেরসহ সারা দেশ থেকে আগত অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬:০৭:২৭   ৩৪৯ বার পঠিত