বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪
শাহবাগে কাঁদুনে গ্যাস-গরম জল: ইমরানসহ আহত ১০
Home Page » জাতীয় » শাহবাগে কাঁদুনে গ্যাস-গরম জল: ইমরানসহ আহত ১০নিউজ ডেস্ক, বঙ্গ-নিউজ ডট কম: পুলিশের হামলায় ডা. ইমরানসহ গণজাগরণ মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে ডা. ইমরানসহ ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে আহত অন্যরা হলেন- মামুন, বাবুল, নাসিরউদ্দিন বিন্দু, তানজিল, মোকাব, রনি, মোনাজাত উদ্দিন মোনা ও রিন্টু।
আজ বুধবার সকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সাজা কমিয়ে আপিল বিভাগ ফাঁসির পরিবর্তে ‘আমৃত্যু কারাদণ্ড’ দেন।
এ রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীর। এক প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার বলেন, ‘এই রায় গ্রহণযোগ্য নয়। জামায়াতের সঙ্গে আঁতাত করেই এই রায় দেয়া হয়েছে।’
তিনি এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সারা দেশের মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান।
পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ডা. ইমরান এইচ সরকার শাহবাগে অবস্থান নেন। এসময় মঞ্চের কর্মীরা যানবাহন চলাচল বন্ধ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ মঞ্চের কর্মীদের ওপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে। এতে ইমরানসহ বেশ কিছু নেতাকর্মী আহত হন।
বাংলাদেশ সময়: ১৬:০২:০৬ ৩৩৭ বার পঠিত