বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪
উত্তরায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
Home Page » সারাদেশ » উত্তরায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
বঙ্গ-নিউজ:রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় আব্দুর রহিম(২১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উত্তরাপশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম মোল্লা বঙ্গ-নিউজকে জানান, রাত ২টার দিকে উত্তরা ৯নং সেক্টরের আইডিয়াল প্রোডাক্টসের সামনে দায়িত্বরত পালন করছিলেন কনস্টেবল আব্দুর রহিম। এ সময় একটি ট্রাক একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে ট্রাকটিকে থামতে সিগন্যাল দেন তিনি।
কিন্তু ট্রাকটি তাকেও ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন কনস্টেবল রহিম। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেকে নিয়ে এলে রাত ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। -
বাংলাদেশ সময়: ৮:২৭:০৫ ৩৮৩ বার পঠিত