বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪
ইসরাইলি সরকার মধ্যপ্রাচ্যে শান্তির ব্যাপারে আগ্রহী নয় : বিল ক্লিনটন
Home Page » প্রথমপাতা » ইসরাইলি সরকার মধ্যপ্রাচ্যে শান্তির ব্যাপারে আগ্রহী নয় : বিল ক্লিনটনবঙ্গ-নিউজ: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, ইসরাইলি সরকার মধ্যপ্রাচ্যে শান্তির ব্যাপারে আগ্রহী নয় এবং দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের সাথে স্থায়ী শান্তিচুক্তি করার মতো লোক নন।আইওয়ায় ডেমোক্র্যাটিক ফাউন্ডরাইজার অনুষ্ঠানে বক্তৃতাকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এক বক্তার সাথে একমত পোষণ করে বলেন, মধ্যপ্রা্েয স্থায়ী শান্তিচুক্তি সম্পাদনের মতো লোক বেনিয়ামিন নেতানিয়াহু নন।
তিনি আরো বলেন, ‘আমরা যদি তাকে [‘নেতানিয়াহু] চুক্তি করতে বাধ্য না করি, তবে আমরা শান্তি পাব না।’
তিনি বক্তার সাথে একমত প্রকাশ করে আরো বরেণ, ‘প্রথমেই আমি এ ব্যাপারে আপনার সাথে একমত। তবে ২০০০ সালে প্রথমে ইহুদ বারাককে দেখেছিলাম। তবে তাকে রাজি করাতে পারতাম কিনা তা নিশ্চিত নই। তবে রবিনকে রাজি করাতে পেরেছিলাম। ফিলিস্তিনিদের হাতে জমি ছেড়ে দেয়ার জন্য তাকে খুন করা হয়েছিল।’
বিল ক্লিনটনের এই বক্তব্য তার স্ত্রী এবং সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং অন্যান্য শীর্ষ ডেমোক্র্যাট নেতার বিরোধী বলে মনে হচ্ছে। সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হিলারি অনেক বেশি সমর্থন দিয়েছিলেন নেতানিয়াহুকে।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ইসরাইলি নীতির সমালোচক।
সূত্র : গার্ডিয়ান।
বাংলাদেশ সময়: ৮:১৯:৫২ ৩৬২ বার পঠিত