মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪

সাঈদীর রায়: জানে না পুলিশ-বিজিবি

Home Page » জাতীয় » সাঈদীর রায়: জানে না পুলিশ-বিজিবি
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪



sayedee.jpgনিউজ ডেস্ক, বঙ্গ-নিউজ ডট কম: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের বিষয়টি জানে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাঈদীর আপিলের রায় বুধবার ঘোষণা করবেন আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওয়েবসাইটে মঙ্গলবার প্রকাশ করা কার্যতালিকায় এক নম্বরে আছে সাঈদীর আপিলের বিষয়টি।

রায় ঘিরে রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার রাতে জানতে চাইলে ডিএমপি ও বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য জানাতে পারেনি।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমানের মোবাইলে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে এডিসি (মিডিয়া) সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। এমন খবর আমাদের কাছে নেই।’

অন্যদিকে বিজিবির তথ্য কর্মকর্তা মোহসিন রেজার সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’

তবে বিজিবির পরিচালক লে. কর্নেল মনিরুজ্জামান বলেন, ‘জেলা প্রশাসক চাইলে আমরা মাঠে নামবো।’

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২৮   ৩৫৫ বার পঠিত