মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪
ক্রীড়া উপমন্ত্রী ৩০০ বিধি সম্পক্রে অজ্ঞ
Home Page » খেলা » ক্রীড়া উপমন্ত্রী ৩০০ বিধি সম্পক্রে অজ্ঞবঙ্গ-নিউজ:কার্যপ্রণালী বিধি সম্পর্কে নূন্যতম ধারণা নেই সরকারের ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের। সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে কথা বলতে গিয়ে বিধি বহির্ভূতভাবে কথা বলেন তিনি। পরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া তাকে বসিয়ে দেন।মঙ্গলবার জাতীয় সংসদের ১২তম কার্য দিবসে উপমন্ত্রী আরিফ খান জয় ডেপুটি স্পিকারের কাছে ৩০০ বিধিতে কথা বলার জন্য সময় নেন। শুরুতেই উপমন্ত্রী বক্তব্য শুরু করেন সংবিধান সংশোধন বিলের ওপর।
এ সময় ডেপুটি স্পিকার তাকে বলেন, এ নিয়ে ৩০০ বিধি হয় না। এ বিষয়ে কথা বলার থাকলে আপনি কাল (বুধবার) কথা বলতে পারবেন।
এরপর উপমন্ত্রী বলেন, ‘তাহলে আমার এলাকার সমস্যার কথা বলি?’ এবারও ডেপুটি স্পিকারের হস্তক্ষেপ; তিনি বলেন, এলাকার সমস্যা নিয়েও ৩০০ বিধি হয় না।
এবার জয় বলেন, নতুন সংসদ সদস্য তো, তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে।
এবার ডেপুটি স্পিকার বলেন, ৩০০ বিধি হয়- আপনার মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপণূ বিষয় হলে। সেটা জানানোর দায়িত্ব আপনার রয়েছে। এলাকার সমস্যা বা বিলের বিষয় নিয়ে ৩০০ বিধি হয় না।
পরে তাকে বসিয়ে দেন ডেপুটি স্পিকার। এরপরেই সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩:১৯:৫৩ ৩৭২ বার পঠিত