মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪
জাবিতে ভর্তি পরীক্ষা বুধবার থেকে শুরু
Home Page » শিক্ষাঙ্গন » জাবিতে ভর্তি পরীক্ষা বুধবার থেকে শুরুজাবি প্রতিনিধি, বঙ্গ-নিউজ ডট কম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা বুধবার থেকে শুরু হচ্ছে। এদিন বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আসনের বিপরীতে ১০১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের অধীনে সর্বমোট ১ হাজার ৯৪৩টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ৯৬ হাজার ৩২৪ জন শিক্ষার্থী আবেদন করেছে।
এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে করতে পরীক্ষাকেন্দ্রে ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থীর কাছে যেকোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেলে তাৎক্ষণিক তাকে বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।
প্রতিদিন সকাল ৯টা থেকে শিফট ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক শিফটের পরীক্ষার্থী কোনোভাবেই অন্য শিফটের পরীক্ষায় অংশ নিতে পারবে না। তবে যেসব পরীক্ষার্থী ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা প্রতি ইউনিটের পরীক্ষার সর্বশেষ শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মাধ্যমিক / উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিতে হবে।
এছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিট জীববিজ্ঞান অনুষদ, ২০ সেপ্টেম্বর ‘বি’ ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ ও ‘এইচ’ ইউনিট আইআইটি, ২১ সেপ্টেম্বর ‘ই’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ও ‘জি’ ইউনিট আইবিএ-জেইউ, ২২ সেপ্টেম্বর ‘সি’ ইউনিট কলা ও মানবিকী অনুষদ এবং ২৩ সেপ্টেম্বর ‘এফ’ ইউনিট আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রয়োজনীয় সর্বশেষ তথ্যাবলী পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.juniv.edu/admission এই ওয়েবসাইটে
এছাড়া ভর্তি সম্পর্কিত সব তথ্য অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে। অ্যানড্রয়েড অ্যাপস ডাউনলেড লিংক www.juniv.edu/admission
বাংলাদেশ সময়: ১৯:৪৮:৪২ ৩৫১ বার পঠিত