মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪

মোবাইল ফোন ব্যবহারকারীদের সারচার্জ দিতে হবে

Home Page » অর্থ ও বানিজ্য » মোবাইল ফোন ব্যবহারকারীদের সারচার্জ দিতে হবে
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪



mobile.jpgবঙ্গ-নিউজ:সরকার ১% হারে সারচার্জ আরোপের ফলে কথা বলা ও অন্যান্য সেবার ক্ষেত্রে খরচ বাড়বে মোবাইল ফোন ব্যবহারকারীদের।
এ ‘উন্নয়ন সারচার্জ’ আরোপের ফলে মোবাইল ফোন ব্যবহার করে সেবার জন্য প্রতি ১০০ টাকা খরচ হলে এক টাকা বাড়তি সারচার্জ দিতে হবে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার। এ বাবদ প্রাপ্ত অর্থ সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যবহার করবে বলে জানানো হয়।
বৈঠক শেষে প্রস্তাবটির সম্ভাব্য হিসাবের তথ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারচার্জ বাবদ বছরে সরকারের অতিরিক্ত রাজস্ব আসবে ১৪০ কোটি টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ সিদ্ধান্তের ফলে মুঠোফোনে কথা বলার খরচ বাড়বে।
হিসাব করে দেখা গেছে, একজন সিম ব্যবহারকারী গড়ে মাসে ২০০ টাকা খরচ করেন। এ হিসাবে মাসে গড়ে দুই টাকা সারচার্জ হবে।
এনবিআরসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রি-পেইড মোবাইল ফোন ব্যবহারকারী কার্ড কেনা বা ফ্লেক্সিলোড করার সময় ১ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হবে। আর পোস্ট-পেইড ফোন ব্যবহারকারীরা বিল পরিশোধের সময় ১ শতাংশ বাড়তি অর্থ দেবেন। বর্তমানে দেশে প্রায় সাড়ে ১১ কোটি মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছেন।
এনবিআর সূত্র জানায়, খরচের ওপর সারচার্জ আরোপ করায় ভিন্ন আঙ্গিকে এ অর্থ কাটবে এনবিআর। নতুন নিয়ম কার্যকর হলে এক শ’ টাকার রিচার্জ বা ফ্লেক্সিলোড করলে একজন মোবাইল ফোন ব্যবহারকারী ৮৪ টাকার টক টাইম পাবেন।
১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) কেটে রাখার পর বর্তমানে তিনি ৮৫ টাকার টক টাইম পান। নতুন নিয়মে মূসকের পাশাপাশি ১ শতাংশ সারচার্জ কেটে রাখা হবে। এতে ফোনে কথা বলায় খরচ বাড়বে।
ইন্টারনেট ব্যবহার করার জন্য রিচার্জ করলেও সারচার্জ আরোপ হবে। তবে এনবিআর সরাসরি ফোন ব্যবহারকারীর কাছ থেকে টাকা কেটে রাখবে না।
মোবাইল ফোন অপাটেররা কার্ড কেনা বা ফ্লেক্সিলোড করার সময় মূসক ও সারচার্জ কেটে রেখে টক টাইম দেবে। পরে ওই অর্থ এনবিআরের কোষাগারে জমা দেবে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলো।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাস হওয়ার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় মোবাইল ফোন ব্যবহারকারীদের ওপর সারচার্জ আরোপের প্রস্তাব করেন। কিন্তু তাৎক্ষণিকভাবে ওই ধরনের প্রস্তাব পাস করার প্রয়োজনীয় প্রস্তুতি এনবিআরের ছিল না। এ প্রস্তাবের মাধ্যমে তা চূড়ান্ত হলো।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৩৭   ৩৪৫ বার পঠিত