মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪
জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
Home Page » সারাদেশ » জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবঙ্গ-নিউজ:জয়পুরহাটে যৌতুকের দাবিতে নিজের স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোকাররম হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার জয়পুরহাট নারী শিশু দমন ট্রাইব্যুনাল-২ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৯ সালের ২৮ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধাড়কী গ্রামের আফজাল হোসেনের ছেলে মোকাররম হোসেন তার স্ত্রী ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে রুলিয়া বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় রুলিয়ার চাচা এনামুল হক বাদী হয়ে ওই দিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০(১) ধারায় মামলা দায়ের করেন।
দীর্ঘ পর্যালোচনা ও যুক্তিতর্কের পর মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দেন।
আদালতের এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নিহত রুলিয়ার পরিবার।
বাংলাদেশ সময়: ১৭:০৯:১৩ ৩২০ বার পঠিত