মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪

ইন্টারনেট ছাড়াই ইউটিউব ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ইন্টারনেট ছাড়াই ইউটিউব ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪



প্youtube-logo.jpgরযুক্তি ডেস্ক, বঙ্গ-নিউজ ডট কম
ইন্টারনেট ছাড়াই ইউটিউবের ভিডিও দেখার সুযোগ দিচ্ছে গুগল। গুগলের স্মার্টফোন বাজারে আসছে, আর এ জন্যই ক্রেতাদের এ উপহার দিচ্ছে গুগল। তবে শুরুতেই এ সুবিধা ভোগ করবেন কেবল ভারতের গুগল ফোন ব্যবহারকারীরা।

গুগলের পক্ষ থেকে এ ধরনের অফলাইনে ইউটিউব দেখার সুবিধা এই প্রথম দেয়া হচ্ছে।

সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে গুগলের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

গুগল ফোন ব্যবহারকারীরা ওয়াইফাই সংযোগ ব্যবহার করে ইউটিউবের ভিডিও স্টোর করতে পারবেন এবং পরে ইন্টারনেট ছাড়াই তা দেখতে পাবেন।

গুগলের পক্ষ থেকে জানানো হয়, ভারতের পর সারা বিশ্বেই এ সুবিধা পাওয়া যাবে। তবে কবে থেকে তা জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩৬   ৪০৫ বার পঠিত