মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪

নির্বাচনে অংশ নিতে চান বিলাওয়াল

Home Page » বিশ্ব » নির্বাচনে অংশ নিতে চান বিলাওয়াল
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪



bilawal-reuters-640x480.jpgবঙ্গ-নিউজঃপাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আততায়ীর গুলিতে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো।
২০১৮ সালে অনুষ্ঠেয় ওই নির্বাচনে অংশ নিয়ে তার দল পোকিস্তান পিপলস পার্টিকে (পিপিপি) জেতাতে চান দলটির প্যাট্রন ইন চিফ বিলাওয়াল।
সোমবার মায়ের আসন রাতেদেরো (এনএ-২০৭) থেকে নির্বাচন করার ঘোষণা দেন তিনি।
সাংবাদিকদের কাছে বিলাওয়াল বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনে অংশ নিয়ে আমি আমাদের পারিবারিক আসন থেকে সংসদীয় রাজনীতি শুরু করব।’
বেনজির ভুট্টোর নির্বাচনী এলাকা রাতেদেরো আসনটি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
বিলাওয়াল বলেন, ‘আমার উদ্দেশ্য হলো ২০১৮ সালের নির্বাচনে পিপিপিকে বিজয়ী করা।’

বাংলাদেশ সময়: ১৫:৩২:২৩   ৩৫৩ বার পঠিত