মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪

রংপুর থেকে ঢাকাগামী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Home Page » সংবাদ শিরোনাম » রংপুর থেকে ঢাকাগামী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪



rangpur-final.jpgবঙ্গ-নিউজ:বিভিন্ন দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটের কারণে রংপুর জেলা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এই কর্মসূচি শুরু হয়েছে। তবে ঢাকার পথে পণ্যবাহী ট্রাক এবং রংপুর শহরের ওপর দিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সব বাস চলাচল করছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ সোমবার রাতে রংপুর শহরের সাতমাথায় ইউনিয়নের শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ঘোষণা দেন।

সংগঠনের কার্যালয়ে হামলা, যানবাহন ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় জড়িতরা গ্রেপ্তার না হওয়া এবং ক্ষতিপূরণ না দেওয়ায় এই ধর্মঘট ডেকেছে মোটর শ্রমিক ইউনিয়ন।

ইউনিয়ন নেতা মজিদ বলেন, “ধর্মঘট চলাকালে দিবা ও নৈশ কোচ ঢাকায় যাবে না, রংপুরে আসবেও না। তবে আন্তঃজেলা সকল যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।”

শ্রমিকদের দাবি নিয়ে গত ৭ সেপ্টেম্বর রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়। বৈঠকে ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ দেওয়ার জন্য মালিক সমিতিকে বলা হয়।

সে অনুযায়ী জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা সোমবার রংপুরে আসেন।

মজিদ বলেন, “রাতে আমরা শ্রমিক নেতারা তার সঙ্গে দেখা করে ক্ষতিপূরণ চাইলে তিনি না করে দেন। আমরা ধর্মঘটে যাওয়ার কথা বললে তিনি আমাদের ওপর গুলি চালানোর জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেন।”

এর প্রতিবাদের প্রথম পর্যায়ে ঢাকাগামী বাস ধর্মঘট ডাকা হয়েছে, পরে রংপুর বিভাগের আট জেলায় সব যান চলাচল বন্ধ করে দেওয়ার হুমকিও দেন এই শ্রমিক নেতা।

এ বিষয়ে মসিউর বলেন সোমবার রাতে বলেছিলেন, “শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দেলের জের ধরে হামলা হয়েছে, অথচ দায়ী করা হচ্ছে মালিক সমিতিকে। এরপরও আমি দেড় লাখ টাকা দিতে চেয়েছি, কিন্তু তারা ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করলে আমি না করে দিয়েছি।”

গুলি চালানোর নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, “কথায় কথায় ধর্মঘট ডেকে মানুষকে দুর্ভোগে ফেলার অধিকার কারো নেই। ধর্মঘটের নামে যারা অরাজকতা সৃষ্টি করবে তাদের কঠোর হাতে দমন করার জন্য জেলা প্রশাসক পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলাম।”

বাংলাদেশ সময়: ১২:১৫:২৬   ৪১৭ বার পঠিত