সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০১৪
চীন সফরে বিএনপির প্রতিনিধি দল
Home Page » জাতীয় » চীন সফরে বিএনপির প্রতিনিধি দলবঙ্গ-নিউজঃচীন সফরে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামী ১৭ সেপ্টেম্বর ১০ দিনের সফরে ঢাকা ত্যাগ করবে প্রতিনিধি দলটি।সরকার বিরোধী আন্দোলন জোরদারে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যেই বিএনপি এ সফর করবে বলে পরিবর্তন’কে জানিয়েছে দলের এক নির্ভরযোগ্য সূত্র।
চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছেন। এ সফরের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
এছাড়াও প্রতিনিধি দলে আরো থাকছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, মুশফিকুর রহমান, যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
১০ দিনের এই সফরে চীনা কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যানসহ একাধিক শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর দলীয় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায় চীনা কমিউনিস্ট পার্টি। বিগত বছরগুলোর মতো এবারও আমন্ত্রণে সাড়া দিয়ে চীনে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল।
তবে এবার বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি। আমন্ত্রণ পেয়ে চেয়ারপারসন কার্যালয় থেকে ড. মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি চূড়ান্ত করা হয়।
সূত্রে আরো জানা যায়, এ সফরকালে বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে প্রতিনিধি দলটি চীনের সহযোগিতা চাইবে। ‘বর্তমান সরকার বৈধ নয়, তাই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আবারো নির্বাচনের বিষয়ে সহযোগিতা চাওয়া হবে।
এদিকে চীন সফরের বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পরিবর্তন’কে বলেন, “চীন সফরে আমি যাচ্ছি কিনা তা এখনো দলের কাছ থেকে নিশ্চিত হইনি। সফরের বিষয়বস্তু সম্পর্কেও আমার তেমন কোনো ধারণা নেই। আর থাকলেও তা কেউ প্রকাশ করে না।”
বাংলাদেশ সময়: ২৩:৩৭:৫৮ ৩৫২ বার পঠিত