সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০১৪
বিভক্তি নেই : সংসদীয় দলের সভাও হয়নি : এরশাদ
Home Page » জাতীয় » বিভক্তি নেই : সংসদীয় দলের সভাও হয়নি : এরশাদবঙ্গ-নিউজঃ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রোববার সংসদ ভবনে তার কার্যালয় কক্ষে আলাদাভাবে দলীয় সংসদীয় পার্টির কোন বৈঠক করেননি দাবি করে বলেছেন, এ ধরণের কোন বৈঠক সেখানে হয়নি। পার্লামেন্টারী পার্টির বৈঠক শেষে কয়েকজন সংসদ সদস্য আমার অফিস কক্ষে এসে আমার সাথে দেখা করেছেন, সেটা কোন সভা ছিলনা। অথচ এ ধরণের একটি খবর প্রকাশিত হওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি কল্পনাপ্রসূত ও বানোয়াট খবর প্রকাশের প্রতিবাদ জানাই। একই সাথে সকল মিডিয়ার প্রতি জাতীয় পার্টি সম্পর্কে সঠিক তথ্য সম্বলিত খবর প্রকাশের অনুরোধ জানাই। পার্টির চেয়ারম্যান আলাদাভাবে সভা করেছেন এই মর্মে কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ আজ সকালে ঝালকাঠি সফরে যাবার প্রাক্কালে এক বিবৃতিতে এসব কথা বলেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, আমি এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দলকে ক্ষমতায় নিয়ে যাবার জন্য আমি অকান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমার দলের মধ্যে কোন বিভক্তি সৃষ্টি করতে পারিনা এবং জাতীয় পার্টির মধ্যে কোন বিভক্তিও নেই। পার্টির প্রত্যেক নেতাকর্মী আমার নেতৃত্বে এবং নির্দেশে কাজ করে যাচ্ছেন। পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে আমি ২ জন প্রেসিডিয়াম সদস্যকে অব্যাহতি প্রদান করেছি। এটা করার এখতিয়ার আমার আছে। এতে দলে বিভক্তির কোন অবকাশ নেই।
তিনি বলেন, গতকাল রোববার কিছুটা অসুস্থ্যবোধ করায় আমি প্রথমে চেকআপের জন্য সিএমএইচ-এ গিয়েছিলাম। সেখান থেকে ফিরে সংসদে অধিবেশনে যোগ দেয়ার জন্য বিকেল ৫টার দিকে সংসদে গিয়েছি। তখন পার্লামেন্টারী পার্টির বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে কয়েকজন সংসদ সদস্য আমার অফিস কক্ষে এসে আমার সাথে দেখা করেছেন, সেটা কোন সভা ছিলনা। অথচ এ ধরণের একটি খবর প্রকাশিত হওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
মন্ত্রীত্ব ছাড়ার প্রসঙ্গে এরশাদ বলেন, এব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে হলে তা পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম নিতে পারে। কিন্তু দলীয় ফোরামে এ নিয়ে এ পর্যন্ত কোন আলোচনা হয়নি। এব্যাপারে আমি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলাম, আমরা মন্ত্রীসভায় থাকবো কি থাকবোনা এমন কোন প্রশ্ন উত্থাপিত হলে প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নেয়া হবে। এ ব্যাপারেও কিছু মিডিয়ায় বিভ্রান্তিকর খবর প্রকাশিত বা প্রচারিত হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, যদি জাপার মন্ত্রীসভায় থাকা না থাকা নিয়ে কোন ধরণের প্রশ্ন আসে সে ব্যাপারে একমাত্র প্রেসিডিয়ামই সিদ্ধান্ত নিতে পারে। সুতরাং এ নিয়ে আর কোন বিভ্রান্তির অবকাশ নেই।
বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৮ ৩৩১ বার পঠিত