রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪
বুয়েটের প্রথম নারী ভিসি নিয়োগ প্রফেসর খালেদা ইকরাম
Home Page » এক্সক্লুসিভ » বুয়েটের প্রথম নারী ভিসি নিয়োগ প্রফেসর খালেদা ইকরামবঙ্গ-নিউজ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো নারী ভিসি নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে প্রফেসর খালেদা ইকরামকে বুয়েটের প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ দেয়ার কথা জানানো হয়।রাষ্ট্রপতি ও বুয়েটের চ্যান্সেলর মো. আবদুল হামিদ স্থাপত্য বিভাগের প্রফেসর খালেদা ইকরামকে এ পদে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেন।
গত ৪ সেপ্টেম্বর বুয়েটের নারী ভিসি হিসেবে খালেদা ইকরাম নিয়োগ পায়েছেন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খালেদা একরাম দ্বিতীয় নারী ভিসি। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. ফারজানা ইসলাম ভিসি হিসেবে নিয়োগ পান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে দায়িত্বে পালন করছেন প্রফেসর নাসরিন আহমেদ।
উল্লেখ্য,গত ৩০ আগস্ট প্রফেসর ড. এস এম নজরুল ইসলাম বুয়েটের ভিসি মেয়াদ শেষ করেন।
বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৬ ৪৭২ বার পঠিত