রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪

চুয়াডাঙ্গা থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Home Page » সারাদেশ » চুয়াডাঙ্গা থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪



chuadangaa_sm_970079789.jpgবঙ্গ-নিউজঃচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর ও জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।রোববার ভোরে ওই দুই বাংলাদেশি সীমান্তে গরু আনতে গেলে হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

এরা হলেন- দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের দিদার আলীর ছেলে নবাগেজু (৪০) ও জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে ঝন্টু মিয়া (৩৬)।

বিজিবি জানায়, ভোরে নবাগেজুসহ সাত/আটজন গরু ব্যবসায়ী গরু কেনার জন্য মুন্সীপুর সীমান্তে যায়। এ সময় ভারতের হাটখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে নবাগেজুকে সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে ধরে নিয়ে যায়।

অন্যদিকে, প্রায় একই সময়ে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের ঝন্টু মিয়াকে সীমান্তের ৬১/৩ এস পিলারের কাছ থেকে ধরে নিয়ে যায় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের টহলরত বিএসএফ।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হলে দুপুরে মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিএসএফ জানায় নবাগেজুকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে কৃষ্ণপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এছাড়া বেনীপুর সীমান্তে আটকের ব্যাপারে বিকেলে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে, এ ঘটনার পর থেকে ওই দুই সীমান্তে বিজিবি ও বিএসএফর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮:০৩:০৩   ৩৬৬ বার পঠিত