রবিবার, ১৩ জানুয়ারী ২০১৩

বিশ্ব ইজতেমায় ১৪২টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

Home Page » জাতীয় » বিশ্ব ইজতেমায় ১৪২টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন
রবিবার, ১৩ জানুয়ারী ২০১৩



marriage.jpgবঙ্গ-নিউজ ডটকম: বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। ইজতেমার আখেরী মোনাজাতের আগের দিন সাধারণত যৌতুকবিহীর বিয়ে সম্পন্ন হয়ে থাকে। এ কারণে মিডিয়ার আলাদা নজর থাকে বিয়ের দিকে। এবারও ১৪২টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।শনিবার সন্ধ্যা ৬টার দিকে একটি গোয়েন্দা সূত্র জানায়, শতাধিক বিয়ে হয়েছে। সংখ্যাটা ১৪০ এর উপরে। তবে মূল মঞ্চে দায়িত্বশীল একটি সূত্র জানায়, ১৪২টি বিয়ে হয়েছে। সম্পূর্ণ শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন (শনিবার) বাদ আছর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসেছিলো যৌতুকবিহীন এ বিয়ের আসর। কনের সম্মতিতে বর ও উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ বিয়ে।

এদিন সকাল থেকেই অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় মঞ্চের আশে-পাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর ছুঁড়ে দেওয়া হয়। ইজতেমার ১ম দফার ২য় দিন শনিবার আসর নামাজের আগে যৌতুকবিহীন বিয়ের জন্য ১৭২টি জুটি তালিকাভুক্ত হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জিম্মাদার। বিয়েতে মোহরানা ঠিক করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। সে অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ (১ লাখ ৫ হাজার টাকা)।

বাংলাদেশ সময়: ১০:৩৯:৫৪   ৫৯৪ বার পঠিত