শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪
সীমান্তে জাল রুপি ও অনুপ্রবেশ রোধে নতুন প্রকল্প ভারতের
Home Page » বিশ্ব » সীমান্তে জাল রুপি ও অনুপ্রবেশ রোধে নতুন প্রকল্প ভারতেরবঙ্গ-নিউজঃবাংলাদেশ-ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহিৃতকরণ ও অনুপ্রবেশ রোধে নতুন একটি প্রকল্প কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।শুক্রবার নয়া দিল্লতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একশো দিনের বিভাগীয় কাজের খতিয়ান দিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে এনডিএ সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তাই ভারত-বাংলাদেশ সীমান্তের স্পর্শকাতর অঞ্চলসমূহ ইতিমধ্যেই চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগ। অনুপ্রবেশ রোধে কেন্দ্র একটি প্রকল্পও হাতে নিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী তিনি মাসের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের স্পর্শকাতর অঞ্চল পরিদর্শন করা হবে। অনুপ্রবেশ ও জাল রুপি রোধে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
রাজনাথ সিং বলেন, সম্প্রতি ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অনুপ্রবেশ ও জাল রুপি রোধের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে এসব চোরাচালান বন্ধ করা হবে।
এছাড়াও গত মাসে নয়া দিল্লিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীদের বৈঠকেও বিষয়টি তোলা হয়েছিল। বিষয়টি নিয়ে দুদেশের ডিজি পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:২৩:৫৩ ৩৮৪ বার পঠিত