শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪

সাইবার পরাশক্তি হচ্ছে উত্তর কোরিয়া

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » সাইবার পরাশক্তি হচ্ছে উত্তর কোরিয়া
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪



northkoreantacticsincyberwarfareexposed.jpgবঙ্গ-নিউজঃচিরপ্রতিদ্বন্দি উত্তর কোরিয়াকে সাইবার বিশ্বে হুমকি হিসেবে নিচ্ছে দক্ষিণ কোরিয়া। সাইবার যুদ্ধক্ষেত্রে উ. কোরিয়ার শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

এইচপি’র করা একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাইবার যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়া দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। সাইবার বিশ্বে উ. কোরিয়ার ক্রমশ শক্তি বৃদ্ধি ভাবিয়ে তুলেছে পশ্চিমা বিশ্বকেও।সাধারণ জনগনকে দূরে সরিয়ে রেখে তথ্য আদান প্রদানে নিয়ন্ত্রণ ধরে রাখলেও এইচপির গবেষকরা এক প্রতিবেদনে জানিয়েছেন, উত্তর কোরিয়া তাদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন প্রজন্মকে সাইবার ট্রেনিং দিচ্ছে এবং সাইবারযুদ্ধবিশেষজ্ঞ তৈরী করছে।

এখন পর্যন্ত প্রকাশ্য কোনো আক্রমণ না হলেও, প্রতিবেশী দ. কোরিয়া উত্তর কোরিয়ার এই ক্রমবর্ধমান সাইবার সক্ষমতাকে সন্ত্রাসমূলক ঝুঁকি হিসেবে দেখছে। এজন্য তারা সম্ভাব্য সব ধরণের আক্রমণের জন্য প্রস্তুতি নিয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একজন কর্মকর্তা ক্যাপ্টেন ডুক-কি কিম এর লেখা একটি প্রতিবেদন থেকে জানা যায়, তাদের আশংকা দ. কোরিয়ার সরকারী সংস্থা এবং সামরিক বাহিনীর কমান্ড সেন্টারে হামলা করাই হবে উ. কোরিয়ার প্রাথমিক উদ্দেশ্য। এমনকি উত্তর কোরিয়ার প্রধান হ্যাকিং ইউনিট ‘ইউনিট ১২১’ কে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ সাইবার ইউনিট বলে আখ্যা দিয়েছে তারা।

২০১২ সালে দক্ষিণ কোরিয়া দাবি করে, উত্তর কোরিয়া তাদের হ্যাকিং টিম এ প্রায় ৩০০০ কর্মী নিয়োগ দিয়েছে, যদিও তাদের একটি সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ এর প্রকাশিত প্রতিবেদনে কর্মী সংখ্যা ৫৯০০ বলে জানায়।

২০০৪ সালে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থার ৮০টির মধ্যে ৩৩টি নেটওয়ার্কসহ মার্কিন যুক্ত্ররাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগে চালানো হামলার দায় ইউনিট ১২১ এর বলে দক্ষিণ কোরিয়া দাবি করে। ২০০৭ সালে একটি লজিক বোমা হামলার দায়ে জাতিসংঘ দেশটিতে হার্ডওয়ার সামগ্রী প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।

উত্তর কোরিয়া তাদের সাইবার আক্রমণ পরিচালনা এবং এ খাতে আর্থিক যোগানের জন্য কম্পিউটার গেমিংকে মাধ্যম হিসেবে ব্যাবহার করছে বলে এইচপি’র প্রতিবেদন এ উল্লেখ করা হয়। ২০১১ সালে দক্ষিণ কোরিয়া অনলাইন গেমিং এর মাধ্যমে উত্তর কোরিয়াকে সহায়তা করার অভিযোগে তাদের দেশে ৫ জনকে আটক করে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩৭   ৩৬৮ বার পঠিত