শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪

কলমাকান্দায় “আশা” সংস্থার বন্যার্তদের মধ্যে ঔষধ সামগ্রী বিতরণ

Home Page » আজকের সকল পত্রিকা » কলমাকান্দায় “আশা” সংস্থার বন্যার্তদের মধ্যে ঔষধ সামগ্রী বিতরণ
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪



kalmakanda.jpgকলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধিঃনেত্রকোনা জেলার কলমাকান্দা সদরের চিনাহালা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, বাউসাম বাজার, গাবারকান্দা, রানীগাও, দেউপুর ও সিধলী এলাকায় সংস্থা শাখা সমূহে বন্যার্ত আশা সদস্য সদস্যাদের মধ্যে দেশীয় আর্ন্তজাতিক বে-সরকারী সেবা সংস্থা “আশা” বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধ, খাবার সেলাইন, পানি বিশুদ্ধকরণ টেবল্যাট, চর্মরোগের এসকাবিয়েল ্ঔষধ গত তিন দিন যাবত শুরু হয়ে শুক্রবার সমাপ্ত হয়েছে। আশার সংস্থার ৫০০০ সুফল ভোগী পরিবার উক্ত সহায়তা পেয়েছেন। শুক্রবার সমাপ্তি দিবসে চিনাহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঔষধ সামগ্রী বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন। এ সময় জোনাল ম্যানেজার মির্জা সাইফুল ইসলাম, জেলা ম্যানেজার কামরুজ্জামান, আঞ্চলিক কর্মকর্তা আতিকুল হক সিদ্দিকী, রিকভারী আর.এম মোঃ ইমরান হোসেন, ব্র্যাঞ্চ ম্যানেজার খাদেমুল ইসলাম, হাবিবুর রহমান সহ সাংবাদিক ফখরুল আলম খসরু ও মোঃ জাফর উল্লাহ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:১৩   ৪৫০ বার পঠিত