বৃহস্পতিবার, ৯ মে ২০১৩

দিরাইয়ে কালবৈশাখী ঝড়ে আহত ১০

Home Page » সংবাদ শিরোনাম » দিরাইয়ে কালবৈশাখী ঝড়ে আহত ১০
বৃহস্পতিবার, ৯ মে ২০১৩



জেলা প্রতিনিধিসুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নে বৃহস্পতিবার ভোরে কালবৈশাখী ঝড়ে ১০ জন আহত হয়েছেন। এছাড়াও বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘর-বাড়ি।আহতদের মধ্যে-ইউনিয়নের শ্যামারচর গ্রামের জামাল (৪০), শুকুর মিয়া (৫২), কাইয়ুম (৫০) ও আবর আলীর (৪০) নাম জানা গেছে।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাপ মিয়া  জানান, ভোর সাড়ে ৩টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ইউনিয়নের শ্যামারচর বাজারে ছয়টি দোকান, মিলনগঞ্জ বাজরে ছয়টি দোকান এবং শ্যামারচর গ্রাম ও গ্রামের হাফিজিয়া মাদ্রাসা, পেরুয়া, লৌলারচর, কার্তিকপুর, শেরপুর, মাইতিসহ ১৫/১৬টি গ্রামের কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১২:০৮:১০   ৪৫৮ বার পঠিত