শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

Home Page » শিক্ষাঙ্গন » ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪



dhaka_university_473148596.jpgবঙ্গ-নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।শুক্রবার সকাল ১০টা থেকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরকম কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, প্রতিটি কেন্দ্রেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার বাইরের কেন্দ্রগুলোতে কক্ষ পরিদর্শকের সংখ্যা আরও বাড়ানো হবে।

‘ক’ ইউনিটের মোট ১ হাজার ৬শ’ ৪০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮০ হাজার ৪শ’ ৪২ জন।

বাংলাদেশ সময়: ১০:২৪:৫২   ৩৬৩ বার পঠিত