শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪
বান্ধবীকে হত্যার দায় থেকে মুক্তি পিস্টোরিয়াসের
Home Page » বিশ্ব » বান্ধবীকে হত্যার দায় থেকে মুক্তি পিস্টোরিয়াসেরবঙ্গ-নিউজঃবান্ধবীতে ইচ্ছাকৃতভাবে হত্যার দায় থেকে নিষ্কৃতি পেলেন দক্ষিণ আফ্রিকার আলোচিত প্রতিবন্ধী ক্রীড়াবিদ অস্কার পিস্টোরিয়াস।পিস্টোরিয়াসের বিরুদ্ধে গত বছর তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছিলো। তবে পিস্টোরিয়াসের দাবি তার গুলিতে স্টিনক্যাম্প মারা গেলেও গুলি করার সময় তিনি জানতেন না সেখানে তার বান্ধবী আছে।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার আদালতের বিচারক থোকাজিলে মাসিপা ২৭ বছর বয়স্ক এই ক্রীড়াবিদকে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ থেকে নিষ্কৃতি দেন।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি পিস্টোরিয়াসের গুলিতে মারা যান তার বান্ধবী রিভা স্টিনক্যাম্প।
ইচ্ছাকৃত হত্যার অভিযোগ থেকে রেহাই পেলেও অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে তার সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সাজার মেয়াদ হতে পারে জরিমানা অথবা ৫ থেকে দশ বছরের কারাদণ্ড।
এদিকে আদালতে সরকার পক্ষের আইনজীবীরা অস্কার পিস্টোরিয়াসকে ধূর্ত অভিনেতা আখ্যায়িত করে বলেন, অস্কার পিস্টোরিয়াস অস্ত্র, দ্রুতগামী গাড়ি ও সুন্দরী নারীর প্রতি আসক্ত একজন মিথ্যুক। তিনি এমন একটি অপরাধ করেছেন যার দায়িত্ব নিতে তিনি প্রস্তুত নন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আরো দাবি, পিস্টোরিয়াস ইচ্ছাকৃতভাবেই তার মেয়েবন্ধুকে গুলি করেছে। তবে পিস্টোরিয়াসের দাবি, গুলি চালানোর আগে তিনি জানতেন না যে সেখানে তার বান্ধবী আছে। পিস্টোরিয়াসের বান্ধবী স্টিনক্যাম্প ছিলেন বিশ্বের একজন নামী মডেল।
বাংলাদেশ সময়: ৮:৪৮:২৮ ৩৩৫ বার পঠিত