বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪
এবি গ্রুপ রক্তধারীদের স্মৃতি হারানোর ঝুঁকি বেশি
Home Page » এক্সক্লুসিভ » এবি গ্রুপ রক্তধারীদের স্মৃতি হারানোর ঝুঁকি বেশিবঙ্গ-নিউজঃশেষ বয়সে স্মৃতি হারানোর সাথে রক্তের গ্রুপের সম্পর্ক থাকতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে। বিবিসিসম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন অ্যামেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজির জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, অন্য গ্রুপের তুলনায় এবি গ্রুপের রক্তবিশিষ্ট মানুষের চিন্তা ও স্মৃতি হারানোর ঝুঁকি বেশি।
অবশ্য এটাই প্রতিষ্ঠিত যে, ভালো স্মৃতিশক্তির জন্য প্রয়োজন নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া, নিয়মিত ব্যায়াম ও ধূমপান না করা।
এর আগে এক গবেষণা রিপোর্টে বলা হয়েছিল রক্তের গ্রুপ হার্টের সমস্যাকে প্রভাবিত করে। সে প্রতিবেদনের প্রেক্ষিতে চালানো হয় নতুন এই গবেষণা। এতে আগের গবেষণার সত্যতা প্রমাণিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০০:২৯ ৩৬৯ বার পঠিত