বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪
নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই : হাজার মানুষের মিলনমেলা
Home Page » সারাদেশ » নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই : হাজার মানুষের মিলনমেলাবঙ্গ-নিউজঃ-গ্রামবাংলার চিরঐতিহ্য ষাঁড়ের লড়াই উপভোগ করতে সম্প্রতি দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া স্কুল মাঠে উপস্থিত হন হাজার হাজার মানুষ। ভাদ্র মাসের দুপুরে একদিকে প্রচন্ড গরম অন্যদিকে থেমে থেমে বৃষ্টি এসব উপেক্ষা করে আশপাশের এলাকা থেকে জড়ো হন আনন্দ-পিপাসু মানুষ। সবার একটাই উদ্দেশ্য ষাঁড়ের লড়াই উপভোগের। ষাঁড়ের এ লড়াই প্রতিযোগিতায় নড়াইল, যশোর ও খুলনা জেলার ৮০টি ষাড় অংশগ্রহণ করে।
ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে গোটা স্কুল চত্বর ও আশপাশের এলাকায় একটা সাজ সাজ রব পড়ে যায়। রাস্তার দু’ধার ঘেঁষে এবং মাঠের চারপাশে মেলা বসে। মাঠের চারপাশ বাঁশ দিয়ে ঘেরা। সব পাশেই মানুষের উপচেপড়া ভিড়। স্কুল ভবনের ওপর ছাদ ছাপিয়ে আশপাশের গাছপালার ডালে ঝুলছে ছেলেরা। মেলায় বসা দোকান থেকে চানাচুর, ঝালমুড়ি, আইসক্রীম, গজা, সন্দেশসহ বিভিন্ন প্রকার মিষ্টি, চটপটি, পান, বিড়ি, সিগারেট এবং বাচ্চাদের খেলনা বিক্রি হয়। ছোট্ট ছেলেমেয়েরা বাবা, বড়ভাই এবং নিকট আত্মীয়দের কাছে পছন্দের জিনিস কেনার জন্য আবদার জানায়।
আয়োজক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানকে জানান, ষাঁড়ের লড়াই এ অঞ্চলের মানুষের জন্য একটি ঐতিহ্যবাহী খেলা। প্রায় ৫০ বছর ধরে এই খেলার আয়োজন হয়ে আসছে। পারস্পারিক সম্পর্ক উন্নয়ন এই অঞ্চলের মানুষের নির্মল বিনোদন ও বিলুপ্তপ্রায় এসব গ্রামীণ খেলাধুলা টিকিয়ে রাখতেই এ ধরনের আয়োজন। ষাঁড়ের লড়াই দেখতে সব শ্রেণীর মানুষ এখানে সমবেত হন। একসঙ্গে সবাই মিলে আনন্দ উপভোগ করে থাকেন। পৃষ্ঠপোষকতা পেলে এ ধারা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।
প্রতিযোগিতায় প্রথম হওয়া ষাড়ের মালিক কালিয়া উপজেলার কদমতলা গ্রামের টিপু মিয়া জানান, ষাঁড়ের লড়াই আমাদের কাছে একটি আনন্দের খেলা। কার ষাঁড় হারলো, কার ষাঁড় জিতলো এটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। দু’টি ষাঁড় লড়াইয়ে লিপ্ত হলে দর্শকদের পাশাপাশি আমরাও আনন্দ পাই। মোট কথা দর্শকদের আনন্দ দেয়াই আমাদের মূল কাজ।
ষাঁড়ের লড়াইয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে খড়রিয়া গ্রামের শ্যানাল মেম্বরের ষাঁড় এবং তৃতীয় হয়েছে একই গ্রামের জিকুর মোল্যার ষাঁড়। ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই ২০ হাজারের অধিক দর্শক উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ১৪:২৯:৪০ ৫১৮ বার পঠিত