বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪
ট্রেনে কাটা পড়ে কারওয়ান বাজারে নিহত ৩
Home Page » জাতীয় » ট্রেনে কাটা পড়ে কারওয়ান বাজারে নিহত ৩কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় মাছের আরত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তেজগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিং থেকে পশ্চিম দিকে মাছ বাজারের পেছনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা আন্তনগর ট্রেনটি কমলাপুরের দিকে যাচ্ছিল। একই সময় পাশের লাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী আন্তনগর ট্রেনটি যায়। এ সময় রেললাইনের ওপর বাজার বসায় সেখানে মানুষের ভিড় ছিল। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়।
গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। সাতজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বরগুনা এলাকার কাওসারের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) এবং দুই ফল বিক্রেতা মো. রাকিব (২০) ও তার চাচা ফজলু খান (৪০)।
বাংলাদেশ সময়: ১৪:১৪:০২ ৩৬৯ বার পঠিত