বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪

আল আমীনের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ

Home Page » খেলা » আল আমীনের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০১৪



1410359424.jpgসোহাগ গাজীর পর এবার বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির সন্দেহের চোখে পড়েছেন বাংলাদেশি তরুণ বোলার আল আমীন হোসেন। ২১ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে। তবে পরীক্ষার ফলাফল আসার আগ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।সম্প্রতি অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সব ফরম্যাটের ক্রিকেট থেকে নিষ্দ্ধি হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার সাঈদ আজমল। বাংলাদেশি অফ স্পিনার সোহাগ গাজীও আছেন আইসিসির সন্দেহের চোখে।

জুলাই থেকে এ পর্যন্ত যে ছয়জন বোলার আইসিসির সন্দেহের কাতারে এসেছেন তাদের মধ্যে একমাত্র আল আমীনই মিডিয়াম ফাস্ট বোলার। বাকিরা সবাই অফ স্পিনার।

বাংলাদেশ সময়: ০:৩০:১৭   ৩৪১ বার পঠিত