বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪
পানির তলের সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া
Home Page » বিশ্ব » পানির তলের সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়াবঙ্গ-নিউজ:রাশিয়া আজ (বুধবার) পানির তলের সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এক কথা জানানো হয়েছে।এতে বলা হয়েছে, রাশিয়ার পরমাণু শক্তিচালিত বোরি-শ্রেণীর সাবমেরিন থেকে বুলাভা এসএলবিএম’টি ছোঁড়া হয়েছে। রাশিয়ার উত্তর-পশ্চিমের শ্বেতসাগর থেকে ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার কিলোমিটার দূরবর্তী কামচাটকা দ্বীপপুঞ্জের কুরা টেস্ট রেঞ্চের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে এ বিবৃতিতে জানানো হয়েছে।
রাশিয়ার সাগর ভিত্তিক পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে বোরি-শ্রেণীর সাবমেরিনকে গড়ে তোলা হয়েছে। এ ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্র ছোঁড়ার জন্য বুলাভা ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে। এর আগে, কারিগরি ক্রটির কারণে বুলাভা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হতে পারে নি। এ নিয়ে ১৯তম বার এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।#
বাংলাদেশ সময়: ১৯:০৪:১৭ ৩৪৪ বার পঠিত