বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪
এ কে খন্দকারের বিরুদ্ধে মামলা
Home Page » জাতীয় » এ কে খন্দকারের বিরুদ্ধে মামলাকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ব্রাহ্মণবাড়িয়া: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বই লেখার অভিযোগে মুক্তিযুদ্ধের উপঅধিনায়ক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সাবেক যুগ্মসচিব ও মুক্তিযোদ্ধা ইসাহাক ভূইয়া।
আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর এর শুনানির আদেশ দেন।
প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত মুক্তিযুদ্ধের ওপর লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বইটি নিয়ে জাতীয় সংসদেও তুমুল সমালোচনা হয়। বইটিতে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন সরকারি দলের নেতারা। অনেকে বইটি বাজেয়াপ্ত এবং এ কে খন্দকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫:৫১:০৯ ৩২৯ বার পঠিত