বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪
বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন ফিরোজা
Home Page » প্রথমপাতা » বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন ফিরোজাবঙ্গ-নিউজঃনজরুল সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র ফিরোজা বেগমকে বনানী কবরস্থানে দাফন করা হল। বুধবার বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা হয়। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত শহীদ মিনারে মৃতদেহ রাখা হয়।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নজরুল গীতির কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম। তার বয়স হয়েছিল ৮৪ বছর। রাতে তার মরদেহ হাসপাতালেই রাখা হয়। দীর্ঘদিন থেকেই তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন। গত সোমবার থেকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে।
বুধবার সকাল ৮টায় অ্যাপোলো হাসপাতালের হিমঘর থেকে ফিরোজা বেগমের মরদেহ নেয়া হয় তার ইন্দিরা রোডের বাসায়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আবদুল হামিদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ১৪:৪৫:৪২ ৩৪০ বার পঠিত