মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪

ঢাবি ‘গ’ ইউনিটে পাসের হার ২০.৬১

Home Page » জাতীয় » ঢাবি ‘গ’ ইউনিটে পাসের হার ২০.৬১
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪



image_97546_0.jpg কাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ফল ঘোষণা করেন।

এ বছরের ভর্তি পরীক্ষায় এক হাজার ১৭০ আসনের বিপরীতে ৯ হাজার ৯০৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৮ হাজার ৫৭ জন। সে হিসেবে ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬১ শতাংশ।

শিক্ষার্থীরা মোবাইলে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমসে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে থেকে ফল জানতে পারবেন।

এসএমএসে ফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে GA লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

প্রসঙ্গত, গত শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়। বাণিজ্য অনুষদের অধীন এই ইউনিটে এবার এক হাজার ১৭০ আসনের বিপরীতে আবেদন করেন ৪৯ হাজার ৯৭৬ জন। একটি আসনের বিপরীতে পরিক্ষার্থীর সংখ্যা ৫০ জন।

বাংলাদেশ সময়: ১২:৩২:৩৩   ৩৬৪ বার পঠিত