সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪

অস্ত্র প্রশিক্ষক সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

Home Page » শিক্ষাঙ্গন » অস্ত্র প্রশিক্ষক সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪



gun.jpgবঙ্গনিউজ-ইসলামী বিশ্ববিদ্যালয়ের অস্ত্র প্রশিক্ষক সেই ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম সজিব ও তার সহযোগী সালাউদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।সোমবার সন্ধ্যায় ইবির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আবদুল হাকিম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার বিভিন্ন গণমাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম সজিবের অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলার খবর প্রকাশিত হয়।

ওই ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকও প্রশিক্ষণ নিয়েছেন বলে খবরে বলা হয়। এরা হলেন- ইবির গণিত বিভাগের সাবেক শিক্ষক বর্তমানে বিসিএস ক্যাডার (ইকোনমি) আজিজুল হক মামুন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মতিয়ার রহমান।
ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান জানান, আজিজুল হক এখনও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন।
অস্ত্র প্রশিক্ষক ছাত্রলীগ নেতা সজিব কুষ্টিয়া শহরের আদর্শপাড়ার মৃত নুরুল ইসলামের একমাত্র ছেলে। তার মা মমতাজ বেগম কুষ্টিয়া সোনালী ব্যাংক শাখার একজন কর্মচারী।
সজিব ২০০৬-০৭ শিক্ষাবর্ষে সজিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগে ভর্তি হন। তার শ্রেণি রোল নং- ০৬০৬০৩২। সজিব প্রায় ৭ বছর আগে আইন বিভাগে ভর্তি হলেও এখনো তিনি তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
সজিব ২০১৩ সালের ১৭ জানুয়ারি এক সংঘর্ষের সময় পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ফিল্মিস্টাইলে ছাত্রদল কর্মীদের উপর গুলি ছুঁড়ে প্রথমে পত্রিকার শিরোনাম হন। ঘটনার একদিন পর ছাত্রলীগের ইবি কমিটি ভেঙে দেয়া হয়। পরে ১৯ জানুয়ারি নতুন কমিটিতে সজিব যুগ্ম-আহ্বায়ক পদ পান।

বাংলাদেশ সময়: ২২:২০:৪৪   ৩৬৩ বার পঠিত