সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪

আফগানিস্তানে সর্বদলীয় সরকারের ডাক ওবামার

Home Page » জাতীয় » আফগানিস্তানে সর্বদলীয় সরকারের ডাক ওবামার
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪



us-president-obama-kolkata24x7.jpgকাঞ্চন বঙ্গ-নিউজ ডটকমঃ চলতি রাজনৈতিক অচলাবস্থা কাটাতে আফগান দলগুলিকে একজোট হওয়ার ডাক মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামার। দেশে সর্বদলীয় সরকার গঠনের পথ মসৃণ করতে ‘অবিলম্বে’ প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থীদের একটি সমঝোতায় পৌঁছনোর আবেদন করেছেন তিনি। রবিবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি শনিবারই সে দেশের প্রধান দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী আবদুল্লা আবদুল্লা এবং আশরাফ ঘানির সঙ্গে টেলিফোনে কথা বলেন ওবামা। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় পারস্পরিক মতপার্থক্যকে দূরে সরিয়ে রেখে পরস্পরকে এক হওয়ার আবেদন করেন তিনি। আফগানিস্তানে সর্বদলীয় সরকার গঠিত হলে নয়া সরকার সারা বিশ্বের বিশেষ সহায়তা পাবে বলে সেদেশের দুই প্রধান রাজনৈতিক শিবিরের কাণ্ডারীকে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১০:৫২:৪৪   ৩৪৬ বার পঠিত