রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪

দ্রুতই জাপার মন্ত্রীরা পদত্যাগ করবেন: এরশাদ

Home Page » জাতীয় » দ্রুতই জাপার মন্ত্রীরা পদত্যাগ করবেন: এরশাদ
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪



ershad_hossain_mohammad_jat_27151.jpgবঙ্গ-নিউজঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সরকারে থাকা আমার দলের মন্ত্রীদের পদত্যাগ নিয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই এ সিদ্ধান্তের বাস্তবায়ন হবে।
তিনি হবিগঞ্জ যাওয়ার পথে রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল রাজমণিতে যাত্রাবিরতির সময় স্থানীয় জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন।
এরশাদ আশুগঞ্জ পৌঁছলে দলের অসংখ্য নেতাকর্মী তাকে স্বাগত জানায়।বাংলাদেশের রাজনীতির এই ‘আনপ্রেডিক্টেবল’ চরিত্র তার দলের মন্ত্রীদের পদত্যাগ বিষয়ে বলেন, খুব শিগগিরই তারা পদত্যাগ করবেন। কারণ বিরোধী দলে থাকতে হলে সরকারে থাকা যায় না।তিনি বলেন, মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির নেতাদের পদত্যাগের বিষয়ে ইতোমধ্যে বিস্তর আলোচনা হয়েছে। এটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘আমরা মন্ত্রিত্ব চাই না। আমরা সত্যিকারের বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই। সরকারের পক্ষে আমি কখনো কথা বলি না। সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছি।’তিনি বলেন, জাতীয় পার্টির পালে এখন হাওয়া লেগেছে। আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা। সে লক্ষ্যেই কাজ চলছে। সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা আত্মবিশ্বাসী হচ্ছে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহুরুল হক মাস্টার, সদস্য সচিব মেরাজ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৪:২৪   ৪২০ বার পঠিত