রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪

এন্টার্কটিকায় আবার সামরিক ঘাঁটি খুলছে রাশিয়া

Home Page » প্রথমপাতা » এন্টার্কটিকায় আবার সামরিক ঘাঁটি খুলছে রাশিয়া
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪



a-russian-navy1.jpgবঙ্গ-নিউজঃপশ্চিমা বিশ্বকে টেক্কা দিয়ে এন্টার্কটিকায় বরফের নীচে লুকায়িত বিশাল জ্বালানি সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য রাশিয়া শনিবার নৌবাহিনীর জাহাজের বহর পাঠিয়েছে। লক্ষ্য বরফাচ্ছন্ন এই মহাদেশে পুনরায় তাদের সামরিক ঘাঁটি চালু করা।
এমন সময় রাশিয়া এ উদ্যোগ নিল যখন ইউক্রেন নিয়ে সাবেক এই পরাশক্তি পাশ্চাত্যের সাথে চরম বিবাদে জড়িয়ে পড়ছে।
এন্টার্কটিকার নিউ সাইবেরিয়ান আয়ল্যান্ডে আগেই সোভিয়েত ইউনিয়নের একটি সামরিক ঘাঁটি ছিল। ১৯৯৩ সালে সেটি বন্ধ করে দেয়া হয়।
তবে গত বছর সেই ঘাঁটিতে আবার সৈন্য মোতায়েনের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
উত্তর রাশিয়ার সেভেরমরস্ক বন্দর থেকে শনিবার ছয়টি জাহাজের একটি বহর এন্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাডমিরল ভ্লাদিমির করলইয়োভ।
এর মধ্যে বিমান অবতরণের সুবিধা সম্বলিত জাহাজ যেমন রয়েছে তেমনি রয়েছে বরফ খন্ডিত করার ব্যবস্থাও।
করলইয়োভ জানান, নিউ সাইবেরিয়ান আইল্যান্ডে এ বছর থেকে স্থায়ীভাবে থাকার জন্য প্রয়োজনীয় রসদ নিয়ে গেছে এই জাহাজগুলো।

নিউ সাইবেরিয়ান আইল্যান্ডে ঘাঁটি চালুর জন্য রসদ নিয়ে গত বছর ১০টি জাহাজের বহর পাঠিয়েছিল রাশিয়া।
এন্টার্কটিকার তাপমাত্রা যে কোনো সময় মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসেও নেমে আসতে পারে।
এন্টার্কটিকায় নৌবাহিনীর জাহাজ-বহর পাঠিয়ে রাশিয়া এবার কানাডা, ডেনমার্ক, নরওয়ে এবং যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হচ্ছে। এসব দেশও সেখানে খনিজ সম্পদ আহরণে চেষ্টা চালাচ্ছে।
বিশ্বের মোট উদ্ধারযোগ্য জ্বালানি সম্পদের ২২ শতাংশ এন্টার্কটিকায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার এই সামরিক ঘাঁটি থেকে ইউরোপ ও এশিয়ার মধ্যকার উত্তর সাগরের ওপর নজরদারি করা হবে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনের সরকারি বাহিনীর ৫ মাস লড়াই চলার পর যুদ্ধবিরতি চুক্তি হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি।
যুদ্ধবিরতির মধ্যেই শনিবার উভয়পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।
ইউক্রেনের এই সহিংসতায় এ পর্যন্ত প্রায় ২,৬০০ লোক নিহত হয়েছে।
সূত্র: এএফপি, বিবিসি, টেলিগ্রাফ

বাংলাদেশ সময়: ১৪:৪৯:২৩   ৩৪৫ বার পঠিত