রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪

স্বাধীনতার পথে স্কটল্যান্ড : ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য

Home Page » প্রথমপাতা » স্বাধীনতার পথে স্কটল্যান্ড : ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪



uk.jpgবঙ্গ-নিউজঃদু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য গণভোটে ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য। এতে স্বাধীন দেশে হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে স্কটল্যান্ডরবিবার প্রকাশিত এক জনমত জরিপে এমনটাই দেখা যাচ্ছে।

প্রথমবারের মত জনমত জরিপে এগিয়ে গেল স্কটল্যান্ডের স্বাধীনতাকামী জাতীয়তাবাদীরা।

জরিপে দেখা যায়, অ্যালেক্স স্যামন্ডের হ্যা ভোটের পক্ষে এখন ৫১ শতাংশ ভোটার। অন্যদিকে যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষে মত দিয়েছেন ৪৮ শতাংশ ভোটার।

সানডে টাইমসের পক্ষে জরিপটি পরিচালনা করেছে ইউগভ নামের একটি সংস্থা।

১৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে।

২-৫ সেপ্টেম্বর ১,০৮৪ জন ভোটারের ওপর জরিপটি পরিচালিত হয়।

এদিকে সর্বশেষ জনমত জরিপে যুক্তরাজ্যের ভাঙনের লক্ষণ দেখা যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রবিবার তড়িঘড়ি করে স্কটল্যান্ড যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আগামী ১৫ সেপ্টেম্বর তার স্কটল্যান্ডে ‘বিদায়ী’ ভাষণ দেয়ার কথা ছিল।

জনমত জরিপটি প্রকাশিত হওয়ার পর ব্রিটেনের রানী এলিজাবেথও ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।
সূত্র: আইটিভি, বিবিসি

বাংলাদেশ সময়: ১৪:২০:৫৮   ৩২৪ বার পঠিত